আগামী শুক্রবার (১৬ জুন) বিশ্ব কাঁপাতে আসছে ‘দ্য ফ্ল্যাশ’। ওইদিন বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে বহুল কাঙ্ক্ষিত এই ছবি। ওয়ার্নার ব্রোস ডিসকভারি ও ডিসি স্টুডিওর প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন অ্যান্ডি মুশিয়েটি।
ছবিটি ২০২২ সালে মুক্তির কথা থাকলেও কোভিড মহামারির কারণে সিনেমাটির পোস্ট প্রোডাকশন বিলম্বিত হয়েছে। এরপর থেকেই দর্শকমহলে আলোচনা চলছিল কবে আসবে ছবিটি। এ বছরের ফেব্রুয়ারিতে ট্রেলার প্রকাশের সঙ্গে সঙ্গে ঝড়ের গতিতে পৌঁছে যায় ভক্তদের কাছে। ভক্তদের আনন্দে নতুন মাত্রা যোগ করেছে আবার ব্যাটম্যান চরিত্রে বেন আফ্লেকের ফিরে আসার খবরে। ছবির মূল গল্প ফ্ল্যাশকে ঘিরে আবর্তিত হলেও ছবিটিতে ব্যাটম্যানের চরিত্রে বেন অ্যাফ্লেকের একটি বিশেষ ভূমিকা থাকবে বলে জানিয়েছেন পরিচালক। ছবিতে ফ্ল্যাশের চরিত্র ফুটিয়ে তুলবেন ইজরা মিলার। এ ছাড়া অভিনেতা মাইকেল কিটনকেও একটি বিশেষ ভূমিকায় দেখা যাবে। ২০১৭ সালে জাস্টিস লিগের পরে আর ব্যাটম্যান চরিত্রে ফিরবেন না বলেই জানিয়েছিলেন বেন অ্যাফ্লেক।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এদিকে দশর্কদের সাড়া ও অগ্রিম বুকিং থেকে ধারণা করা হচ্ছে সিনেমাটি প্রথম সপ্তাহে আয় করবে ৭ কোটি ৫০ লাখ ডলার। যদিও এর আগে ম্যাট রিভসের ‘দ্য ব্যাটম্যান’ প্রথম সপ্তাহে আয় করেছিল ১৩ কোটি ৪০ লাখ ডলার। তবে ডিসির সিনেমার যে অবস্থা সে তুলনায় এই ছবিটি ভালো অবস্থানে আছে। কারণ, ডিসির ব্ল্যাক অ্যাডামের প্রথম দিকের আয় ছিল এর চেয়ে কম। বিশেষত শাজাম আয় করেছিল মাত্র ৩ কোটি ডলার। সেদিক থেকে দ্য ফ্ল্যাশ-এর সম্ভাবনা ভালো। বিশ্লেষকরা বলছেন, প্রথম সপ্তাহের পর সিনেমার আয় বাড়তে পারে।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি