ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ১৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট (মাদক) উদ্ধার ও মাদক ব্যবসায়ীকে আটক করে পুরস্কৃত হলেন এস আই নবিউল ইসলাম।
এ সাফল্যের জন্য রংপুর রেঞ্জের ডিজি কর্তৃক ঠাকুরগাঁওয়ের ডিবি পুলিশের উপ পরিদর্শক এস আই নবিউল ইসলামকে এ পুরস্কার প্রদান করা হয়। গেল বৃহস্পতিবার রংপুর রেঞ্জের ডি আই জি দেবদাস ভুট্টাচার্য্য কর্তৃক পাঠানো পুরস্কারের অর্থ ও সনদ নবিউলের হাতে তুলে দেন ডিবি’র ওসি রফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন ডিবি পুলিশের পরিদর্শক রুপ কুমার, অন্যান্য কর্মকর্তা ও সদস্য বৃন্দ।
পুরস্কার পাওয়ার পর এস আই নবিউল বলেন, ডিজি স্যারের দেয়া এ পুরস্কার পেয়ে আমি অনেক গর্ববোধ করছি। এছাড়া জেলা পুলিশ সুপার মোহা: মুনিরুজ্জামান (পিপিএম সেবা) স্যারের সঠিক দিক নির্দেশনার কারণে ১৫ হাজার পিস মাদক ইয়াবা সহ ব্যবসায়ীকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। এজন্য স্যারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এ সম্মানে ভূষিত হওয়ায় আমার কর্মজীবনে অদম্য সাহসিকতার অনুপ্রেরণা জাগাবে বলে মনে করছি।
প্রসঙ্গত: গত ২৬ অক্টোবর নবিউলের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম মাদক অভিযান চালিয়ে ১৫ হাজার পিস ইয়াবাসহ আবু সাইদ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। এটি ছিল ঠাকুরগাঁওয়ের ডিবি পুলিশের মাদক অভিযানের এযাবৎ কালের সবচেয়ে বড় মাদক চালান আটকের ঘটনা। এনিয়ে গত ২৮ অক্টোবর ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার কামাল হোসেন প্রেসব্রিফিংয়ের মাধ্যমে মাদক চালান আটকের এ ঘটনা সাংবাদিকদের মাঝে তুলে ধরেন।