ইতালিতে বসবাসরত প্রায় ১০ হাজার অবৈধ বাংলাদেশি নাগরিকত্বের সঠিক কাগজপত্র উপস্থাপনে ব্যর্থ হলে পাসপোর্টের জন্য আবেদন করতে পারবে না বলে জানিয়েছে সেখানকার বাংলাদেশ দূতাবাস।
ইতালির রাজধানী রোমের দূতাবাস ভবনে আয়োজিত প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট সমস্যা নিয়ে এক মতবিনিময় সভায় একথা জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার।
এসময় তিনি জানান, যারাই পাসপোর্টের জন্য আবেদন করবেন, তাদেরকে অবশ্যই প্রমাণ করতে হবে যে তারা বাংলাদেশি। এসব কথা বলেন জানান ইতালীস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার।
একইসঙ্গে, আবেদনকারীর বয়স মূল বয়স থেকে ৫ বছরের বেশি বাড়ানো হলে তাদের পাসপোর্ট হাতে পাওয়া, পাসপোর্ট অধিদপ্তরের ওপর নির্ভর করবে বলেও জানানো হয়। দূতাবাসের এমন সিদ্ধান্তে অনিশ্চিত হয়ে পড়লো ইতালিতে বসবাসরত প্রায় ১০ হাজার অবৈধ বাংলাদেশির ভবিষ্যত।
সুত্র : সময় নিউজ