রাশিয়ার করোনার টিকা ছাড়পত্র পেতে চলেছে ১০ আগস্ট বা তার আগেই। তার নিরাপত্তা, কার্যকারিতা নিয়ে প্রশ্ন থাকলেও আর ২ সপ্তাহেই মস্কোর গামালেয়া ইন্সটিটিউটের এই টিকা অনুমোদন পেয়ে যাবে। তা হলে এটিই হবে পৃথিবীর প্রথম করোনার টিকা।
সবার প্রথমে জনস্বাস্থ্যের সঙ্গে যুক্তদের এই টিকা দেওয়া হবে। এই টিকার অর্থ যোগানকারী সংস্থা সভারেন ওয়েল্থ ফান্ডের কিরিল দিমিত্রিয়েভের মতে, এটা ১৯৫৭ সালে বিশ্বের প্রথম মহাকাশযান স্পুটনিকের মহাকাশ যাত্রার মতোই ঐতিহাসিক মুহূর্ত। আমেরিকার আগেই রাশিয়া বাজারে ছাড়তে চলেছে টিকা। তবে রাশিয়া তাদের টিকা পরীক্ষার কোনও বৈজ্ঞানিক তথ্য প্রকাশ করেনি।
মনে করা হচ্ছে, ক্রেমলিনের চাপেই দ্রুততার সঙ্গে টিকা আনা হচ্ছে। মানুষের ওপর তার পরীক্ষা এখনও সম্পূর্ণ হয়নি। বিশ্বের অন্যত্র টিকা নিয়ে কাজ হলেও তা বাজারে আনার ব্যাপারে সতর্ক পদক্ষেপ করতে চাইছে সবাই। বহু ক্ষেত্রেই টিকা পরীক্ষা রয়েছে তৃতীয় পর্যায়ে। রাশিয়ায় দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা শুরু হয়নি। তা ৩ আগস্টের মধ্যে শেষ করা হবে। তারপরই শুরু হবে স্বাস্থ্যকর্মীদের ওপর পরীক্ষা। এর আগে রাশিয়ার সেনা স্বেচ্ছাকর্মীদের ওপর পরীক্ষা করা হয়েছে। সুত্রঃ ক্যলকাটানিউজ।