শেয়ার রাইডিং অ্যাপভিত্তিক যাত্রীসেবা প্রতিষ্ঠান উবারের ১০০ কোটি ডলার লোকসান হয়েছে।
অথচ প্রথম প্রান্তিকে উবারের আয় ৩০০ কোটি ডলার। পাশাপাশি গ্রাহক বেড়েছে ৯ কোটি ৩০ লাখ। এ খবরে উবারের শেয়ারের দর ১১ শতাংশ কমে গেছে। সিলিকন ভ্যালির বৃহত্তম কোম্পানিগুলোর মধ্যে একটি উবার। মার্কিন চীন বাণিজ্যযুদ্ধে ক্ষতিগ্রস্ত হচ্ছে উবার। স্মার্টফোন নির্ভর ব্যবসা পরিচালনা, অতিরিক্ত অর্থ ব্যয়ে কর্মী নিয়োগে তীব্র প্রতিযোগিতার মুখে পড়েছে উবার।
উবার কর্তৃপক্ষ বলছে, বাজারে নিজেদের অবস্থান ধরে রাখতে বিনিয়োগ অব্যাহত রাখবে প্রতিষ্ঠানটি। পাশাপাশি ইলেক্ট্রনিক স্কুটার, ই-বাইক এবং এয়ারক্রাফট সেবাও মুঠোফোনে নিয়ে আসবে উবার।