মো.নাছির উদ্দিন-হোমনা-কুমিল্লা(প্রতিনিধি)
কুমিল্লার হোমনা উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকদের সাথে শিক্ষার মান উন্নয়ন ও ক্ষুদ্র কাজ মেরামত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ মঙ্গবার বেলা ১১ টায় উপজেলা শিল্পকলা একাডেমিতে উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বিভিন্ন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকদের দায়িত্ব-কর্তব্য সম্বন্ধে এবং ক্ষুদ্র কাজ মেরামত ও স্লিপের কাজ যেন সঠিকভাবে হয় সে বিষয়ে দিকনির্দেশনামূলক ও গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহমুদা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী শিক্ষা কর্মকর্তা খাদিজা আক্তার, মো. নজরুল ইসলাম ও সোহাগ ভট্টাচার্য, হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও
কৃষ্ণপুর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আক্তার হোসেন, নাগেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, ঘাগুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. খন্দকার মাহবুবুর রহমান, হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. লাক মিয়া, সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুস সালাম ভূইয়া ও সাধারণ সম্পাদক মো. সামসুদ্দিন আহমেদ খান দুলাল, প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো. হুমায়ুন কবির, প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো. কামাল উদ্দিনসহ বিভিন্ন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকবৃন্দ।