মো.নাছির উদ্দিন -হোমনা-কুমিল্লা-প্রতিনিধি।
হোমনা(কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লার হোমনায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে বধ্যভূমিস্মৃতি স্তম্ভে উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকাল ১১ টার দিকে হোমনা পৌর সভার অর্থায়নে ও বাস্তবায়নে ১০ লাখ ৬ হাজার ৯৪৭ টাকা ব্যয়ে এ স্মৃতি স্তম্ভের উদ্বোধন করা হয়।
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ হোমনা সরকারী ডিগ্রী কলেজ প্রাঙ্গনে এ বধ্যভূমি স্মৃতি স্তম্ভের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
পরে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) তাপ্তি চাকমার সভাপতিত্বে হোমনা ডিগ্রি কলেজের প্রভাষক মো. ইকবাল হোসেন সজীব এর উপস্থাপনায় বক্তব্য রাখেন কুমিল্লা-২(হোমনা- তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী, পৌর মেয়র এ্যাড. মো. নজরুল ইসলাম,থানা অফিসার ইনচার্জ(ওসি) সৈয়দ মো.ফজলে রাব্বী, উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, হোমনা সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. কামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মো. ইসমাইল হোসেন, উপজেলা ঘাতক দালাল নির্মুল(ঘাদানি) কমিটির সভাপতি মাহবুবুর রহমান খন্দকার উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সরকার প্রমুখ।
উল্লেখ্য ১৯৭১ সালের মহান মুক্তিযোদ্ধা চলাকালীন সময় পাকিস্থানী হানাদার বাহিনী এলাকার শতশত নিরিহ নারী পুরুষকে হত্যা করে (গনেশ নাথের পুকুর) এ স্থানে পুতে রাখা হয়েছিল। বিশেষ করে ঐ সময় মুন্সিগঞ্জ থেকে আসা লঞ্চবোঝাই শতাধিক বর যাত্রীকে ধরে এনে এ স্থানে হত্যাকরা হয়েছিল। দেশ স্বাধীনের পর থেকে এ স্থানটি বধ্যভূমি হিসেবে পরিচিত ছিল। কিন্ত আনুষ্ঠানিক কোন স্বীকৃতি ছিল না। অবশেষে পৌর মেয়র এ্যাড. নজরুল ইসলামের প্রচেষ্ঠায় শহীদদের স্মরণে স্থানে স্মৃতিস্তম্ভ নির্মান করা হয়েছে।