মো.নাছির উদ্দিন, হোমনা, কুমিল্লা, প্রতিনিধিঃ কুমিল্লার হোমনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয়ের ৫০ বছর ও সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার ভোরে ৫০ বার তোপধ্বনি ও উপজেলা পরিষদ চত্বর কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
সকাল ৮ টার দিকে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শিত হয় । এতে অভিবাদন গ্রহন করেন উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা নিবার্হী কর্মকর্তা রুমন দে ও থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কায়েস আকন্দ।
পরে বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমিতে “জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যাবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন” শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে ইউএনও রুমন দে এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম।
উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা সাহিদুল হক দেওয়ানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক যুগ্ন সচিব আলী আহমেদ,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহসীন সরকার, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোশারফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা খন্দকার, হুমায়ুন কবীর,গোলাম রব্বানী, এরশাদ হোসেন মাস্টার ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সদস্য সচিব আবদুস সালাম ভ‚ইয়া প্রমুখ। শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
বিকেলে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল ম্যাচ, মুজিবর্ষের শপথ অনুষ্ঠান ও সন্ধ্যায় হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।