মো.নাছির উদ্দিন, হোমনা, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর গ্রামে বিষধর সাপের ছোবলে তামিম নামে (১৮) এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। ২৪ শে জুন বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে চান্দেরচর ইউনিয়নের চান্দেরচর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তামিম (১৮) চান্দেরচর গ্রামের দক্ষিণ পাড়া পুকুর পাড়ের মো. আক্তার হোসেনের মেঝো ছেলে ও রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজের এইচ এসসি বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র।
নিহতের পিতা আক্তার হোসেন জানান, তামিম প্রতিদিনের মত বৈঠক ঘরে লেখা পড়া করতেছিল। হঠাৎ সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে টেবিলের নিচে পা দিলে বিষধর সাপ তার পায়ের আঙ্গুলে দংশন করে। পরে তামিম চিৎকার করলে পরিবারের লোকজন উদ্ধার করে আছাদপুর ইউনিয়নের পাথালিয়া কান্দি গ্রামের হযরত জোহর আলী মুন্সির মাজারে নিয়ে গেলে কবিরাজ চিকিৎসা দেয়ার(পান পড়া) পূর্বেই তার মৃত্যু হয়।
পরে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুছ সালাম সিকদার বলেন, হাসপাতালে আসার আগে রাস্তায় তার মৃত্যু হয় ।
এদিকে তার অকাল মৃত্যুতে তার প্রিয় শিক্ষাঙ্গন ও পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর জানাযা শেষে পারিবারিক স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়।