মো.নাছির উদ্দিন -হোমনা-কুমিল্লা-প্রতিনিধি।
“সোনার বাংলায় মুজিব বর্ষে সমাজকল্যাণ এগিয়ে চলে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার হোমনায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালীটি সকাল ১১টায় উপজেলা প্রাঙ্গণ থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) তাপ্তি চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, এসিল্যান্ড তানিয়া ভূইয়া, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহীদ উল্লাহ, উপজেলা ভারপ্রাপ্ত কৃষি অফিসার মোতাহার হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মো. রমজান আলী, এস আই অহেদ মুরাদ, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার,হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন প্রমূখ।
এছাড়া উপজেলা মৎস্য অফিসার কারিশমা আহমেদ জাকসি, একাডেমিক সুপারভাইজার রাশেদুল ইসলাম হোমনা সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল হোসেন, রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, হোমনা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফ আবদুল কাইয়ুম,হোমনা খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম গনি ও জালাল উদ্দিন পাঠান সহ বিভিন্ন দপ্তরের অফিসার বৃন্দ, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।