মো.নাছির উদ্দিন-বাঞ্ছারামপুর: কুমিল্লার হোমনায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার ১৪ ডিসেম্বর সন্ধ্যায় শহীদ বুদ্ধিজীবিদের স্মরণে উপজেলা প্রশাসনের উদ্যোগে হোমনা সরকারী ডিগ্রী কলেজের সহযোগীতায় হোমনা বধ্যভূমি স্মৃতি স্তম্ভে মোমবাতি প্রজ্জলন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমন দে এর সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, সহকারী কমিশনার (ভূমি) তাঁনিয়া ভূইয়া,থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কায়েস আকন্দ, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, ওসি ( তদন্ত) মো. আমিনুর রসুল, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মো. ইসমাইল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. মোশারফ হোসেন,বীর মুক্তিযোদ্ধা মো.হুমায়ুন কবীর খন্দকার, আব্দুর রশিদ সরকার,হোমনা সরকারী ডিগ্রী কলেজের প্রিন্সপাল মো.কামাল হোসেন, ভাইস প্রিন্সিপাল মো. নজরুল ইসলাম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন, ৭১ ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মো. মাহবুবুর রহমান খন্দকার, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি লায়ন বাবু চন্দন লাল রায়, হোমনা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি মো. আবদুল হক সরকার, হোমনা ডিগ্রী কলেজের অধ্যাপক মো. ফরিদ খান, মো. রেজাউল করিম, মো. নাজমুল ইসলাম,মো. হারুন অর রশিদ,মো. হুমায়ুন কবির, মো.ইকবাল হোসেন সজীব, হোমনা থানা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি লায়ন কামাল উদ্দিন, সাংবাদিক মো. আইয়ুব আলী,আবু হানিফ,কবি দেলোয়ার, ভাষ্যকার শেখর আহাম্মদ সহ কলেজের অধ্যাপকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।