মো.নাছির উদ্দিন-হোমনা-কুমিল্লা-প্রতিনি ধি:-
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষ্যে কুমিল্লার হোমনায় জলাতঙ্ক রোগ নির্মূলে অবহতিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে ।
আজ রবিবার বেলা ১১ টায় দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এ অবহতিকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২২ সালের মধ্যে জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে ০৩ (তিন) রাউন্ড(এমডিভি)টিকাদান কর্যক্রমের বিষয়ে সকলের সার্বিক সহযোগীতার উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোহাম্মদ আবদুছ ছালাম সিকদারের সভাপতিত্বে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরাধীন রোগ নিয়ন্ত্রন শাখার ডিস্ট্রিক কো-অর্ডিনেটর নাদিম মাহমুদ,বক্তব্য রাখেন
হোমনা উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, ইউএনও তাপ্তি চাকমা, পৌর মেয়র এ্যাড. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, উপজেলা প্রানিসম্পদ অফিসার ডা. সৈয়দ মো. নজরুল ইসলাম প্রমুখ ।
এতে ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন স্বাস্থ্য কর্মী ও সাংবাদিকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।