মো.নাছির উদ্দিন-হোমনা-কুমিল্লা-প্রতিনিধি।
কুমিল্লার হোমনায় ছাত্র ছাত্রীদের প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নের লক্ষ্যে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার ১২টার সময় হোমনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মা সমাবেশ অনুষ্ঠিত হয় ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার সভাপতিত্বে ও বিদ্যালয়ের সভাপতি বীর মু্িক্তযোদ্ধা আঃ রশিদ সরকারের সার্বিক ব্যবস্থাপনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী ।
মা সমাবেশে বক্তৃতায় বলেন, আজকে মা সমাবেশ আমি ও একজন মা,তাই সকল মায়েদের বলছি, শিশুদের প্রতি মায়েদের অনেক দায়িত্ব ও কর্তব্য, আপনার ছেলে কোথায় যায়, কি করে সেই দিকে খেয়াল রাখবেন,তারা শিশু ভুল করলে ভালোবাসা দিয়ে বুজিয়ে বললে আর ভুল পথে যাবেনা। বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন বাস্তবমুখি পদক্ষেপ কর্মসূচীর উল্লেখ করে বলেন, জানুয়ারী মাসের ১ তারিখে বই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে নতুন পৌছে দেয়া, মিডডে মিল চালু,শিক্ষা উপবৃত্তি ইত্যাদি সরকারের যুগান্তকারী পদক্ষেপ । তিনি আরো বলেন, নতুন প্রজন্মকে উন্নত শিক্ষায় শিক্ষিত করতে হলে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কোন বিকল্প নেই।
আমি চাই আমার এলাকার ছাত্র ছাত্রীরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হবে।
মা সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.কামাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর মেয়র এ্যাড.মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহমুদা বেগম,উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক শাহীনুজ্জামান খোকন, পৌর আ’লীগ সভাপতি আনোয়ার হোসেন বাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সরকার ,সহকারী শিক্ষিকা আমেনা বেগম প্রমূখ। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক কয়েক শতাধিক অভিভাবক মায়েরা সমাবেশে উপস্থিত ছিলেন
পরে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথিকে উপহার প্রদান করা হয়।