মো. নাছির উদ্দিন -হোমনা -কুমিল্লা-প্রতিনিধি।
“খেলা ধুলায় বাড়ে বল,মাদক ছেড়ে খেলতে চল,
ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল-প্রতিযোগিতায় ফুটবল, মাদক হচ্ছে একটি সামাজিক ব্যাধি, মাদককে না বলুন” এ শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার হোমনায় সেলিমা আহমাদ মেরী এম পির উদ্যোগে এমপি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলা ছাত্রলীগের পরিচালনায় আয়োজন করেন পৌর আ’লীগের যুব ও ক্রীড়া সম্পাদক সৈয়দ মেহেদী হাসান।
হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এম পি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়।
এতে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন (হোমনা-মেঘনা) সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সৈয়দ মো.ফজলে রাব্বী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার রীনা, পৌর মেয়র অ্যাড, মো. নজরুল ইসলাম,প্রবীন আ’লীগ নেতা সৈয়দ ইসমাইল হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বাবুল, জেলা পরিষদের সদস্য মহিউদ্দিন খন্দকার, উপজেলা আওমীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার মাহবুবুর রহমান ও যুগ্ন সাধারণ সম্পাদক গাজী ইলিয়াস আলী, পৌর যুবলীগের সভাপতি মো.জহিরুল ইসলাম প্রিন্স,তাঁতীলীগের সভাপতি মো.আকবর হোসেন সরকার,পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী চন্দন লাল রায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সাংবাদিক ও আওয়ামীলীগের অংগ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
আয়োজক সূত্রে জানা গেছে, এই খেলায় মোট ৮ টি দল অংশগ্রহণ করবে এবং উদ্বোধনী খেলায় জয়পুর ইউনিয়ন ফুটবল একাদশ বনাম হোমনা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মো. ইসমাইল হোসেন ফুটবল একাদশ অংশগ্রহণ করে।
জয়পুর ইউনিয়ন ২-০ গোলে ইসমাইল হোসেন একাডেমী দলকে পরাজিত করে।
খেলায় পরিচালনা করেন মো. জনি, ধারা বর্ণনা ছিলেন সবার প্রিয় কবি দেলোয়ার, খেলাটি হাজার হাজার দর্শক উপভোগ করেন।