আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য গত ৩০ সেপ্টেম্বর টাইগারদের জার্সি উন্মোচন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে টাইগারদের বিশ্বকাপ জার্সি উন্মোচন নিয়ে বেশ আলোড়ন সৃষ্টি হয়।
বাংলাদেশের ঐতিহ্য সুন্দরবন, মুক্তিযুদ্ধ, জামদানি এবং রয়েল বেঙ্গল টাইগার জার্সিতে ফুটিয়ে তোলায় সবাই বেশ প্রশংসা করতে থাকে।
তবে পরবর্তীতে জানা যায়, জার্সিটির ডিজাইন পিন্টারেস্ট ওয়েবসাইটের বেঙ্গল টাইগার নামক একটি ডিজাইন থেকে চুরি করা। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সমালোচনাও করতে দেখা যায়। অনেকে তো জার্সিটি বাতিলের কথাও তোলেন। তবে এই জার্সিটি পরেই বিশ্বকাপের মঞ্চে লড়াই করবে টাইগাররা।
ভারতের ক্রিকেট ভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকট্র্যাকার আজ (১৩ অক্টোবর) বিভিন্ন দেশের জার্সির মার্কিং করার চেষ্টা করেছে। যেখানে মূল পর্বে থাকা ৭ দলের জার্সির মার্কিং করেছে অনলাইনভিত্তিক ওয়েবসাইটটি। যেখানে আফগানিস্তান জার্সির মার্কিং নেই। কারণ দেশটি এখনও বিশ্বকাপের জার্সি উন্মোচন করেনি।
ক্রিকট্র্যাকারের সেই মার্কিংয়ে বাংলাদেশের জার্সিটি ১০ এ পেয়েছে সাড়ে আট (৮.৫) নাম্বার। বাংলাদেশের সমান সাড়ে আট মার্ক পেয়েছে ভারত, নিউজিল্যান্ডের জার্সিও। এছাড়াও সাড়ে সাত (৭.৫) মার্ক পেয়েছে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডের জার্সি।
ক্রিকট্র্যাকারের মতে এবারের বিশ্বকাপের সবচেয়ে সেরা জার্সি অস্ট্রেলিয়ার। তাদের মার্কিংয়ের হিসাবে অজিদের জার্সি পেয়েছে সাড়ে নয় নাম্বার (৯.৫)। এদিকে সবচেয়ে কম মার্ক পেয়েছে বাবর আজমদের জার্সি। পাকিস্তানের জার্সি ক্রিকট্র্যাকারের চোখে ১০ এ ৭ পাওয়ার যোগ্য।