খুলনার পাইকগাছায় ৯৯৯ নম্বরে কল করে থানা পুলিশের তড়িৎ পদক্ষেপে ধর্ষণের হাত থেকে রক্ষা পেয়েছে দুই কলেজ পড়ুয়া ছাত্রী। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক ও ভিকটিমদের উদ্ধার করেছে।
শনিবার আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদ শেষে ভিকটিমদের পিতা মাতার জিম্মায় দেয়া হয়েছে বলে জানা গেছে।
পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার নির্মাধীন কৃষি কলেজের মহিলা হোষ্টেলের ৪তলা ভবন থেকে মেয়ে দুটিকে উদ্ধার ও ৩ জন পুরুষকে আটক করে পুলিশ। খুলনা বয়রা সরকারি মহিলা কলেজের ২ ছাত্রী বৃহস্পতিবার পাইকগাছায় বেড়াতে আসে। শুক্রবার সন্ধ্যার দিকে ৪ টি ছেলের সাথে পরিচয় হয় তাদের। এ পরিচয়ে তারা মেয়ে দুটিকে নির্মাণাধীন কৃষি কলেজের মহিলা হোষ্টেলে থাকার ব্যবস্থা করে সংশ্লিষ্ট নৈশ প্রহরীর মাধ্যমে। শুক্রবার রাত ১২ টার পরে ওই চার বন্ধু যায় হোষ্টেলে। নানা ছলাকলা অবলম্বনে তাদেরকে ধর্ষণের চেষ্টা করে। অবস্থা বে-গতিক দেখে এসময় তারা ৯৯৯ নম্বরে কল করে সাহায্য চায়। হেল্প লাইন ৯৯৯ এ সংবাদ পেয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ দ্রত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ৩ জনকে আটক, ভিকটিমদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন। একজন পালিয়ে যায়।
আটককৃতরা হলো কয়রা উপজেলার ইব্রাহিম মোড়লের ছেলে আল আমিন মোড়ল (২৫), রামপাল উপজেলার বাগেরহাট উত্তর বাশতলা গ্রামের মজিদ শেখের ছেলে রুবেল শেখ (২৫), কলেজের নৈশ প্রহরী ও অশাশুনি উপজেলার নাকতাড়া গ্রামের শামছুর রহমানের ছেলে নুর মোহম্মদ(৪৮), ও রামপালের সোনাতুনিয়া আব্দুল হাই ছেলে জাহিদ শেখ(২২) (পলাতক)।
একজন মেয়ের পিতা বাদী হয়ে ৪ জনের নামে থানায় মামলা করেছেন বলে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান।
আজ ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৮:৫৮ | সোমবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি