বিনোদন ডেস্ক/S.H:
বাংলাদেশের চলমান ঘটনা নিয়ে মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হয়ে উঠে অস্ট্রিয়া প্রবাসি বাংলাদেশি নাগরিক সেফাতুল্লাহ। আলোচিত-সমালচিত সেফাতুল্লাহ খুব অল্প সময়ে মানুষের নজরে আসেন তার নেতিবাচক মন্তব্যের কারণে। সম্প্রতি নিজেই নিজের অসুস্থতার কথা জানিয়ে একটি ভিডিও দেন সেফাতুল্লাহ।
সেফাতুল্লাহ ওরফে সেফুদার জন্ম ১৯৪৬ সালে খুলনা জেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করেন। তার স্ত্রী বাংলাদেশ টেলিভিশনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। ১৯৮৮ সালে প্রথমে সৌদি আরব পরে অস্ট্রিয়াতে চলে যায় সেফাতুল্লাহ। বর্তমানে অস্ট্রিয়াতে অধ্যাপক হিসেবে কাজ করছেন তিনি। বাংলাদেশের চলমান বিষয় নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করে থাকেন সেফাতুল্লাহ। মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনীতি বিষয় নিয়ে মন্তব্য করায় রাতারাতি আলোচনা-সমালোচনার কেন্দ্র বিন্দু হয়ে উঠে ছিলেন তিনি। আবার অনেক সময় উন্মাদ আচরণ করেও সমালোচিত হয়েছেন এই প্রবাসী অধ্যাপক। সামাজিক যোগাযোগমাধ্যমে সেফাতুল্লাহ , “সেফুদা” নামে অতন্ত্য জনপ্রিয়। তবে বেশ কিছুদিন ধরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যাচ্ছিল না তাকে। পরে নিজেই নিজের অসুস্থতার কথা জানিয়ে সকলের কাছে দোয়া চেয়ে একটি ভিডিও আপলোড দেন সেফাতুল্লাহ। মূহুর্তের মধ্যেই ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।