ঈশাত জামান মুন্না
লালমনিরহাট প্রতিনিধি : জেলা পুলিশ সুপার এর বিশেষ নির্দেশে চলমান মাদক বিরোধী জিরো টলারেন্স নীতির আওতায় তিনশত (৩০০) বোতল ফেন্সিডিল ও ছয় কেজি (৬) গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে হাতিবান্ধা থানা পুলিশ।
হাতিবান্ধা থানা পুলিশের বরাত দিয়ে জানা গেছে, উপজেলার সিংগিমারী ইউনিয়ন এর সীমান্তবর্তী এলাকা থেকে মাদকের একটি বড় চালান যাচ্ছে, এমন তথ্যর ভিত্তিতে সহকারী পুলিশ সুপার বি- সার্কেল এর নেতৃত্বে একটি টিম সিংগিমারীতে অভিযান চালিয়ে মাদক দ্রব ফেন্সিডিল ও গাঁজাসহ মোঃ ফজলুল হককে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ফজলুল হক (৫৫) সিংগিমারী গ্রামের মৃতঃ ছগির উদ্দিন এর পুত্র বলে হাতিবান্ধা থানা সুত্রে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতিবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ ওমর ফারুক জানান, গোপন সংবাদ এর ভিত্তিতে বিপুল পরিমান ফেন্সিডিল ও গাঁজাসহ উক্ত মাদক ব্যবসায়ীএবং হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।