হবিগঞ্জের নবীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
উপজেলার করগাঁও ইউপির তারনগাঁও গ্রাম থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত চাইনিজ কুড়াল ও তিনটি রামদাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেফতার তিনজন হলেন সুনামগঞ্জের জগন্নাথপুর থানার গন্ধবপুর গ্রামের রুয়াব আলীর ছেলে শাহিদ আলী ওরফে সাহেদ, একই এলাকার বাগময়না গ্রামের মোহাম্মদ আলীর ছেলে শিপন মিয়া ও আব্দুল জলিলের ছেলে জিতু মিয়া।
সোমবার বিকেলে নবীগঞ্জ থানার ওসি মো. আজিজুর রহমান জানান, ডাকাতরা রাতে ওই এলাকায় একত্রিত হয়ে ডাকতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তবে অন্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
ওসি জানান, এ ঘটনায় ১২ ডাকাতের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। তাদেরকে বিকেলে হবিগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও গ্রেফতারদের বিরুদ্ধে বেশ কয়েকটি ডাকতির মামলা রয়েছে।