কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই বিশা ইউনিয়নের হরিপুর-বিশা সড়কটি গত বছরে বন্যায় ক্ষতিগ্রস্ত চলাচল অনুপযোগী সড়ক সংস্কারের উদ্যোগ নিয়েছে স্থানীয় যুবকরা।স্বেচ্ছাশ্রমে গত তিনদিন ধরে ওই সড়কের মেরামতের কাজ চলছে।
মঙ্গলবার দুপুরে আত্রাই ভাঙ্গাজাঙ্গাল বাজারে হরিপুর- বিশা বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কটির সংস্কারের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই-রাণীনগর সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার ইকতেখারুল ইসলাম।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আত্রাই থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুব লীগ সভাপতি শেখ হাফিজুর রহমান হাফিজ,উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও আহসানগঞ্জ ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী,সাংগঠনিক সম্পাদক ফজলেরাব্বী জুয়েল,নওগাঁ জেলা পরিষদের সদস্য ফেরদৌসী ইয়াছমিন ডেজি, আওয়ামী লীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সখিমুদ্দিন প্রামানিক, আত্রাই উপজেলা শাখা বঙ্গবন্ধু ফাউনডেশনের মহিলা
সম্পাদিকা নাসরিন আকতার পলি,আত্রাই উপজেলা ছাত্র লীগ সভাপতি মেহেদি মসনদ স্বরুপ, সাধারণ সম্পাদক সোহাগ সহ উপজেলা ইউনিয়ন আওয়ামীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সড়কটির পূনঃ সংস্কারের উদ্বোধন করেন।
এ সময় এলাকার সমাজ সেবক, বিশিষ্ট ব্যবসায়ী তোফাজ্জল হোসেন তোফা,ওহিদুর রহমান,সুলতান হোসেন, রুবেল সহ-ত্রিশ-চল্লিশজন তরুন মিলে রাস্তা মেরামতের কাজে নিয়োজিত ছিল।রাস্তাতে মাটি, বালু, ইটের খোঁয়া দিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা চলাচলের উপযোগী করার চেষ্টা করছে তারা।
জানা গেছে গত বছরের বন্যায় ভাঙ্গাজাঙ্গাল সংলগ্ন হরিপুর- বিশার সড়কটি ভেঙ্গে যায়।বন্যায় ও অতি বৃষ্টিতে সড়কটি দুই শত মিটার ভেঙ্গে খালে পরিনত হয়।এমন পরিস্থিতিতে চলাচল বন্ধ হয়ে ওই এলাকার মানুষ চরম দূর্ভোগে পড়েন।গত এক বছর পার হলেও কেউ সংস্কারের কোন উদ্যোগ নেয়নি। উপায় না পেয়ে স্থানীয় সমাজ সেবক জাতীয় শ্রমিক লীগ মহানগর-উত্তর সংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা নেতৃত্বে স্থানীয় যুব সমাজকে সাথে নিয়ে সড়কটি মেরামতের উদ্যোগ নেয়।
স্থানীয়রা জানান, ওই সড়ক দিয়ে হরিপুর,ভাঙ্গাজাঙ্গাল, বিশা এলাকা ও পার্শ্ববতী নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের হাজার হাজার মানুষ চলাচল করে। প্রতিদিন ব্যাটারি চালিত ভ্যান, সিএনজি, কারভারভ্যান,মোটর সাইকেলে যাতায়াত করতো কিন্তু সড়কটি ভেঙ্গে যাওয়ায় এসব যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।স্বেচ্ছাশ্রমে সড়কটি মেরামত হওয়ায় সাময়িক ভাবে চলাচল স্বাভাবিক হবে।তবে সরকারী উদ্যেগেজিও ব্যাগ ও গাইড ওয়াল দিয়ে স্থায়ীভাবে মেরামত বা পূণঃ সংস্কার করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় আলা বক্স জামে মসজিদের মুসল্লিরা জানান, রাস্তাটি ভেঙে যাওয়ায় কারণে মুসল্লিরা মসজিদে যেতে চরম দুর্ভোগে পড়েন। সকাল বেলা মক্তবে যেতে পারে না শিশুরা।
রিকশাচালক মো. জিল্লাল জানান, সড়কটি ভেঙ্গে যাওয়ার পর থেকে ওই সড়ক দিয়ে রিকশা চালানো সম্ভব হয়নি। এতে করে তাদের আয় রোজগার কমে গেছে।
ভাঙ্গাজাঙ্গাল বাজারের ব্যবসায়ীরা জানান,সড়কটি দীঘদিন থেতে মেরামত না হওয়ায় বাজারের মানুষের যাতায়াত কমে গেছে যে কারণে তারা ব্যবসায় লোকসানের মুখে পড়তে হয়েছে। এখন রাস্তা মেরামমের কারণে ব্যবসার গতি আসবে।
এ বিষয়ে স্থানীয় মহসিন আলী বলেন সড়কটির দূর অবস্থা দেখে অবশেষে স্বেচ্ছাশ্রমে স্থানীয় সমাজ সেবক তোফাজ্জল হোসেন তোফার নেতৃত্বে যুবকরা মেরামত করছে। তবে স্থায়ী ভাবে মেরামতের দাবী জানান এলাকার সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল ও উপজেলা প্রশাসনের নিকট।