অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূঙ্গামারীতে স্বামীর সাথে অভিমান করে বিষপানে এক স্কুল শিক্ষিকা আত্মহত্যা করেছেন। ওই শিক্ষিকার নাম হুরুন্নেছা বেগম শিল্পী (৩৯)। তিনি ভুরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের মধ্য ভরতের ছড়া বিএসসি মোড় এলাকার রফিকুল ইসলামের স্ত্রী এবং সোনাহাট বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
জানা গেছে, স্বামীর সাথে বেশ কিছু দিন ধরে ঝগড়া চলে আসছিল হুরুন্নেছা বেগম শিল্পীর। এর জেরে সোমবার রাত সাড়ে বারোটার দিকে ঘরে থাকা ইদুর মারা বিষ পান করেন তিনি। পরে তাকে মুমূর্ষু অবস্থায় ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
শিক্ষিকা হুরুন্নেছা শিল্পী একই উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা দলবাড়ী কুড়ারপাড় গ্রামের হাছেন আলী মাষ্টারের মেয়ে। প্রায় ২২ বছরের দাম্পত্য জীবনে তাদের দুই কন্যা সন্তান রয়েছে।
বঙ্গসোনাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান আলী মোল্লা বলেন, স্বামীর সাথে ঝগড়া হওয়ার পরে তিনি অভিমান করে ঈদুর মারা বিষ খেয়ে আত্মহত্যা করেন।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। ওই শিক্ষিকা বিষপানে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের রিপোর্টে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় ইউডি মামলা হয়েছে।