তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধ ও গণকবরে মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি। এদিন সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
দিবসটি উদযাপন উপলক্ষে সকাল ৫.৫১ মিনিটে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এর নেতৃত্বে মৌলভীবাজার কেন্দ্রীয় শহিদ স্মৃতিসৌধে এবং ৬.১০ মিনিটে শাহ মোস্তাফা রোডে অবস্থিত গণকবরে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতা যুদ্ধের মহান শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
এসময় আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাসান মোঃ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এ,বি,এম মুজাহিদুল ইসলাম পিপিএম, জেলা বিশেষ শাখার ডিআইও- ১ মোঃ আব্দুল হাই চৌধুরী , ডিআইও-২ মোহাম্মদ আবুল হোসেন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক, ইন্সপেক্টর তদন্ত গোলাম মর্তুজা, অপরাধ শাখা-২ এর ইন্সপেক্টর ক্যশৈনু, ট্রাফিক পুলিশের টিআই (প্রশাসন) মোঃ মাহফুজ আলম ও জেলার বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ প্রমুখ।