কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় স্বাধীনতার সুবর্ন জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত
বার্ষিকী “মুজিববর্ষ” উপলক্ষ্যে চারদিনব্যপী সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। রবিবার সন্ধ্যায় নওগাঁ শহরের এটিম মাঠে সুসজ্জিত এক প্যান্ডেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উৎসবের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।
জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশিদ এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। জেলা প্রশাসন এই উৎসবের আয়োজন করেছে। জেলার ১১টি উপজেলা থেকে কলাকুশলীরা পর্যায়ক্রমে এই উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করছে।
প্রথম দিন রোববার উৎসব মঞ্চে নওগাঁ সদর, নিয়মতপুর, পোরশা ও সাপাহার উপজেলার শিল্পীরা অংশগ্রহন করেন। প্রধান অতিথি খাদ্যমন্ত্রী এই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন নওগাঁ সদর আসনে সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন।
উৎসবের তৃতীয় দিন আজ বুধবার সন্ধ্যায় পত্নীতলা, ধামইরহাট, বদলগাছি ও মহাদেবপুর উপজেলার শিল্পী কলাকুশলীরা তাঁদের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইন বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির
সভাপতি মোঃ শহীদুজ্জামান সরকার এমপি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহাদেবপুর-বদলগাছি আসনের সংসদ সদস্য
মোঃ ছলিম উদ্দিন তরফদার । সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশিদ।
চতুর্থ দিন ১৫ ডিসেম্বর সন্ধ্যায় সাংস্কৃতিক মঞ্চে রানীনগর, মান্দা ও আত্রাই উপজেলার শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবশেন করবেন। এ
দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মান্দা আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী মুহাঃ ইমাজ উদ্দিন প্রামানিক। বিশেষ অতিথি
থাকবেন রানীনগর -আত্রাই আসনের সংসদ সদস্য মোঃ আনোয়ার হোসেন হেলাল ও জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি মোঃ
আব্দুল মালেক। এ অনুষ্ঠানেও যথারীতি সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশিদ।