হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৩ মার্চ) বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তর ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী এক মেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিফ এ মেলার উদ্বোধন করেন।
পরে ওই মাঠেই ইউএনও’র সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান ও প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম।
এ ছাড়াও অনুষ্ঠানে স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী শাহরিয়ার, প্রাথমিক শিক্ষা অফিসার রাহিমউদ্দীন, পল্লী বিদ্যুৎ বিভাগের ডিজিএম নেজামুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম, পল্লী উন্নয়ন কর্মকর্তা আলমামুন রশিদসহ বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন- কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, জেলা স্কাউটস যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম প্রমুখ। মেলায় মোট ১০টি প্রদর্শনী স্টল স্থান পায়।