আন্তর্জাতিক ডেস্কঃ স্পেনের একটি বৃদ্ধাশ্রমে আগুন লেগে পাঁচ জনের মৃত্যু এবং আরও কয়েক জন আহত হয়েছে। আজ বুধবার (১৯ জানুয়ারী) ভোরে দেশটির জরুরি সেবা বিভাগ জানিয়েছে, এই অগ্নিকাণ্ডে ২৫ জনকে উদ্ধার করা হয়েছে।
এক টুইট বার্তায় জানানো হয়েছে, মঙ্গলবার মধ্যরাতে ভ্যালেন্সিয়ার মনকাডার ওই বৃদ্ধাশ্রমে আগুন লাগে। দমকল বিভাগের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ওই বার্তায় জানানো হয়েছে, ৫ জন মারা গেছে আর শ্বাসনালীতে ধোঁয়া প্রবেশ করায় ১৫ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
দমকলকর্মীরা অগ্নিকাণ্ড থেকে ২৫ জনকে উদ্ধার করে আর বৃদ্ধাশ্রমের বাকি ৭০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দমকলকর্মীদের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় বৃদ্ধাশ্রমের কর্মী এবং পুলিশ সদস্যরা। দ্বিতল ভবন থেকে বয়স্ক বাসিন্দাদের সরিয়ে আনেন তারা।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে একটি অক্সিজেন ইউনিটে শর্ট সার্কিট তেকে আগুনের সূত্রপাত হয়।
সূত্র: এএফপি।