স্কাউটসের জনক রবার্ট ব্যাডেন পাওয়েলের ১৬৬ তম জন্মদিন (বিপি দিবস) ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বুধবার ২২ ফেব্রুয়ারি পালন করেছে উপজেলা স্কাউটস শাখা।
এ উপলক্ষে এদিন দুপুর ১২ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। পরে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে হলরুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার রাহিমউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৈয়ব আলী, উপজেলা কাব-স্কাউটস কমিশনার প্রধান শিক্ষক ইয়াকুব আলী ও সাধারণ সম্পাদক সহকারি শিক্ষক মনিরুজ্জামান মনি, যুগ্ন সম্পাদক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলারা খাতুন, কাব লিডার প্রধান শিক্ষক রহিমা খাতুন, কাব-স্কাউটস লিডার সহকারি শিক্ষক মনতাজ আলী (প্রমুখ) ৷
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রসঙ্গত: স্কাউটের জনক রবার্ট ব্যাডেন পাওয়েল স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা হিসেবে বৈশ্বিকভাবে পরিচিত হয়ে আছেন।এছাড়াও তিনি ইংরেজ সামরিক কর্মকর্তা ছিলেন। তাঁর পূর্ণ নাম রবার্ট স্টিভেন্সন স্মিথ ব্যাডেন পাওয়েল (Robert Stephenson Smyth Baden-Powell)। তিনি ১৮৫৭ সালের ২২ ফেব্রুয়ারি লন্ডনে জন্মগ্রহণ করেন। ম্যাফেকিংয়ের যুদ্ধে স্বেচ্ছাসেবক বালকদলের অবদান দেখে তিনি অভিভূত হন এবং বালকদেরকে নিয়ে ১৯০৭ সালে স্কাঊট আন্দোলন বা বয় স্কাউট হিসেবে আত্নপ্রকাশ করন।
ডিবিএন/এসডিআর/মোঃ মোস্তাফিজুর রহমান