সৌদি আরবের ক্লাব আল-হিলালে না গিয়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। তবুও সৌদি থেকে আয় করে যাচ্ছেন আর্জেন্টাইন তারকা। কারণ দেশটির পর্যটনদূত হিসেবে কাজ করছেন মেসি। সম্প্রতি মেসির সঙ্গে সৌদির চুক্তি সম্পর্কিত একটি নথি ফাঁস হয়েছে। সেখান থেকে তথ্যগুলো জানা গেছে।
২০২১ সালের ১ জুনের একটি নথি দিয়ে সম্প্রতি সংবাদ প্রকাশ করে নিউইয়র্ক টাইমস। যেখানে মেসি ও তার ভাইয়ের স্বাক্ষর রয়েছে। সেই নথি সূত্রে জানা যায়, সৌদি আরব থেকে প্রতি বছরে বাংলাদেশি মুদ্রায় ৯০ কোটি টাকার বেশি আয় করেন মেসি।
জানা গেছে, সৌদির পর্যটনদূত হিসেবে বেশ কিছু নিয়ম মেনেই এই টাকা পেয়ে থাকেন মেসি। যেখানে বলা হয়েছে, বছরে ন্যূনতম একবার সপরিবারে দেশটিতে সফর করতে হবে। এই সফরে পাঁচদিন অতিবাহিত করতে হবে। মেসির সঙ্গে তার পরিবার ও বন্ধুসহ মোট ২০ জন এই সফর করতে পারবে। এর সম্পূর্ণ খরব সৌদি বহন করবে।
এছাড়া সামাজিক মাধ্যমে সৌদির প্রচারণামূলক বছরে ১০টি পোস্ট করতে হবে মেসিকে। আর বার্ষিক পর্যটন প্রচারণায় তাকে অংশগ্রহণ করতে হবে। এর পাশাপাশি আরও কিছু শর্ত দেয়া হয়েছে।
গত কয়েক মাসে মেসির দলবদল নিয়ে নাটকীয়তার শেষ ছিল না। গুঞ্জন ছিল, পিএসজি পরবর্তী গন্তব্য হিসেবে পুরোনো ডেরা বার্সেলোনায় ফিরতে পারেন আর্জেন্টাইন তারকা। আবার ফরাসি সংবাদ সংস্থা এএফপি সূত্রের বরাত দিয়ে জানিয়েছিল, মোটা অঙ্কের প্রস্তাবে সৌদি আরবের ক্লাব আল-হিলালকেই বেছে নিচ্ছেন বিশ্বকাপজয়ী।
তবে গত ৭ জুন সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মেসি নিশ্চিত করেছেন তিনি যাচ্ছেন যুক্তরাষ্ট্রে। খেলবেন ইন্টার মিয়ামির হয়ে। এদিকে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগেই সেখান থেকেও দুয়োধ্বনি দেয়া হয়েছে মেসিকে।
ডিবিএন/ডিআর/মাহমুদা ইয়াসমিন