আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে চড়ে সিঙ্গাপুরের উদ্দেশে মালদ্বীপ ছেড়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। সেখান থেকে তিনি সৌদি আরব যাবেন। সঙ্গে তার স্ত্রী এবং দু’জন নিরাপত্তা কর্মকর্তা রয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে (১৪ জুলাই) বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।
মালদ্বীপের এক সরকারি কর্মকর্তার বরাতে এপি জানিয়েছে, ৭৩ বছর বয়সী নেতা বুধবার সৌদি এয়ারলাইনসের একটি বিমানে চড়েছেন। এর মাধ্যমে তিনি প্রথমে সিঙ্গাপুর এবং তারপর সৌদি আরবের জেদ্দায় পৌঁছবেন। মালদ্বীপের প্রতিরক্ষা বাহিনীর বিশেষ বিমান গোটাবায়াকে বহনকারী বিমানকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে।
এর আগে, বুধবার (১৩ জুলাই) সকালে স্ত্রী ও দুই দেহরক্ষীকে নিয়ে শ্রীলঙ্কা ছেড়েছিলেন রাজাপাকসে। মালদ্বীপের বিমানবন্দরে তাকে স্বাগত জানান স্পিকার মোহাম্মদ নাশিদ। যেদিন রাজাপাকসের পদত্যাগপত্র জমা দেওয়ার কথা ছিল, সেদিনই তিনি দেশ ছেড়ে পালিয়ে যান।
এদিকে শ্রীলঙ্কার স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনা বলেছেন, তিনি এখনো গোটাবায়া রাজাপাকসের পদত্যাগপত্র পাননি। তবে নিজের গন্তব্যে এখনো পৌঁছাতে পারেননি তিনি তাই এখনো পদত্যাগপত্র জমা দেননি। আজই পদত্যাগপত্র হাতে পেতে পারি বলেও জানিয়েছেন স্পিকার মাহিন্দা।