বিশ্ব অর্থনীতি থমকে গেছে লকডাউনের ফলে । যার প্রভাব পড়েছে সৌদি আরবের অর্থনীতিতে। অর্থনৈতিক চাপ সামলাতে সৌদি আরব নতুন পদক্ষেপ হিসেবে কর (ভ্যাট) তিনগুণ করার সিদ্ধান্ত নিয়েছে।
সৌদি আরবের অর্থমন্ত্রী মোহাম্মদ আল জাদান জানিয়েছেন, সংকট সামাল দিতে মাসিক বিশেষ ভাতা বন্ধ এবং মূল্য সংযোজন কর তিনগুণ করা হবে। তেল সমৃদ্ধ সৌদি আরবের অর্থনীতি করোনাভাইরাস মহামারির কারণে তীব্র সংকটে পড়েছে। বিশ্বে তেলের চাহিদা কমে যাওয়ার পাশাপাশি দামেরও পতন হয়েছে।
তিনি আরও বলেন, এসব পদক্ষেপ হয়তো খুবই কষ্টকর, কিন্তু স্বল্প ও দীর্ঘ মেয়াদে সৌদি আরবের আর্থিক এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য তা খুব প্রয়োজন।
সৌদি আরবে মূল্য সংযোজন কর চালু করা হয়েছিল মাত্র দু’বছর আগে। মূলত তেল বিক্রির অর্থের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমাতে সৌদি সরকার এই সিদ্ধান্ত নিয়েছিল। তবে অন্য অনেক দেশের তুলনায় এই করের পরিমাণ ছিল বেশ কম, মাত্র ৫ শতাংশ।
এদিকে এক লাফে সৌদি আরবে মূল্য সংযোজন কর তিনগুণ বাড়িয়ে করা হচ্ছে ১৫ শতাংশ। জুলাই মাস থেকে এই বর্ধিত হারে কর দিতে হবে।