আন্তর্জাতিক ডেস্কঃ সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি হোটেলে জঙ্গিগোষ্ঠী আল শাবাবের হামলায় ১০ জনের মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার (১৯ আগস্ট) রাতে ‘হায়াত হোটেলে’ এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।
পুলিশের বরাত দিয়ে জানা যায়, হামলাকারীরা ভবনে প্রবেশ করে গুলি চালানোর আগে হোটেলের বাইরে দুটি বিস্ফোরণ ঘটায়। আল শাবাব এক বিবৃতিতে জানিয়েছে, তারা হোটেলটি নিয়ন্ত্রণে নিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের লড়াই চলছে। হোটেল থেকে বেশির ভাগ মানুষকে উদ্ধার করা হয়েছে।
নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা মোহাম্মাদ আব্দিকাদির জানান, ওই ভবনের ভেতরে থাকা জঙ্গিদের সঙ্গে সোমালি বাহিনীর লড়াই অব্যাহত রয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা সন্ত্রাসীদের প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে। তাদের ওই হোটেল ভবনের একটি কক্ষে ঘেরাও করে রাখা হয়েছে। সেখান থেকে অধিকাংশ লোকজনকে উদ্ধার করা হয়েছে। তবে জঙ্গি হামলায় এখন পর্যন্ত ১০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
এদিকে, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিরাপত্তা বাহিনী। বিস্ফোরণে এ পর্যন্ত নয়জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে হামলার পরপরই এক বিবৃতিতে এর দায় স্বীকার করেছে আল কায়েদা সংশ্লিষ্ট আল শাবাবা গ্রুপ।
উল্লেখ্য, জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার সহযোগী হিসেবে কাজ করে আল শাবাব। এই গোষ্ঠীটি দক্ষিণ ও মধ্য সোমালিয়ার বেশির ভাগ অংশ নিয়ন্ত্রণ করে।