ডিবিএন ডেস্কঃ আজ রোববার (২৭ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামীকাল সোমবার থেকে সীমিত আকারের লকডাউনের অংশ হিসেবে সারাদেশে তিনদিনের জন্য সবধরনের গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া, দেশের সব সরকারি-বেসরকারি অফিস খোলা রেখে আগামী তিনদিন লকডাউন চলবে। তবে বন্ধ থাকবে শপিংমল, মার্কেট ও পর্যটনকেন্দ্র।
প্রজ্ঞাপনে আরো বলা হয়, মাস্ক না পরলে আইনি ব্যবস্থা নেয়া হবে। খাবারের রেস্তোরাঁ সকাল ৮ টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। তবে রেস্তোরাঁয় বসিয়ে কাউকে খাওয়ানো যাবে না। প্রয়োজনে খাবার অর্ডার দিয়ে বাসায় এনে খাওয়া যাবে।
এছাড়া, পণ্যবাহী যান ও রিকশা গণপরিবহনের আওতার বাইরে থাকবে।