প্রদীপ কুমার দেবনাথ, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া।।
১৪ ডিসেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ, শনিবার।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় আজ তিনটি গ্রামে সৈয়দ মুর্শেদ কামাল স্মৃতি সংসদের উদ্যোগে গরীব দুস্থদের শীতবস্ত্র বিতরণ করা হয়। সৈয়দ মুর্শেদ কামাল স্মৃতি সংসদের কর্ণধার, সৈয়দ মুর্শেদ কামাল সাহেবের ছেল সৈয়দ সাজ্জাদ মোর্শেদ সোহান উপস্থিত থেকে তিনটি গ্রামের গরীব দুস্থদের হাতে শীতবস্ত্র তুলে দেন। তিনটি গ্রামের প্রায় পাঁচ শতধিক উপস্থিত নারী পুরুষ এ সময় শীতবস্ত্র গ্রহণ করেন।
ফান্দাউক ইউনিয়নের গুচ্ছগ্রামে ১০০
( একশত) পরিবারের মধ্যে প্রায় তিনশত শীতবস্ত্র প্রদানের মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এ সময় এনাম খাঁ, রাহুল সরকার, মোঃ সেলিম, রুবেল আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে তিনি রসুলপুরের দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে যান এবং প্রায় ১০০ ( একশত) টি শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় সোহেল আহম্মেদ, জানু মিয়া, আজি রহমান, মন্নাফ, ফয়সাল উপস্থিত ছিলেন।
সবশেষে তিনি সুন্দরপুর গ্রামের দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। প্রায় একশত দুস্থ মানুষ এ সময় তার হাত থেকে পুরস্কার গ্রহণ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে জব্বার মিয়া, মুর্শেদ মিয়া, রমজান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সাজ্জাদ মোর্শেদ সোহানের সাথে কথা বললে তিনি জানান আমার বাবা মুর্শেদ কামাল জনগণের খুব কাছের মানুষ এবং জনতার আত্মীয়ের মতো ছিল। আমি আমার বাবার ঐতিহ্য ও জনগণের সেবামূলক কাজগুলো করে যেতে চাই এবং আজীবন করে যাব।