সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগর থেকে মিয়ানমারের ৪৮ নাগরিক আটক করা হয়েছে। ৪৮ জন মাঝিমাল্লাসহ আটটি নৌযান জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন এম হায়াত ইবনে সিদ্দিক।
আটটি নৌযান এর মধ্যে একটি কার্গো ও সাতটি ট্রলার রয়েছে। আটক মাঝিমাল্লারা সবাই মিয়ানমারের বিভিন্ন এলাকার নাগরিক বলে জানা গেছে।
বিএন এম হায়াত ইবনে সিদ্দিক বলেন, সোমবার রাতে সেন্টমার্টিন কোস্টগার্ডের একটি বিশেষ টহলদল
প্রতিদিনের মতো টহল দিচ্ছিলেন। এ সময় ছেঁড়াদিয়ার পূর্ব-দক্ষিণে বাংলাদেশ জলসীমানায় একটি কার্গো
ট্রলার ও সাতটি কাঠের ট্রলার নোঙর অবস্থায় দেখতে পায় টহলদল।
পরে কোস্টগার্ড দ্রুত ওই এলাকায় গিয়ে একটি কার্গো ও সাতটি ট্রলারসহ মিয়ানমারের ৪৮ জন
মাঝিমাল্লাকে আটক করা হয়। এসব ট্রলারে ১৮টি গরু ও বিপুল পরিমাণের কাঠ পাওয়া গেছে।
কাঠ ও ট্রলারগুলোর কোনো ধরনের বৈধ কাগজপত্র দেখাতে না পারার কারণে অবৈধ হিসেবে জব্দ
করা হয়েছে। জব্দ করা ট্রলারগুলো টেকনাফে আনা হয়। পরে মঙ্গলবার সকালে টেকনাফ থানা পুলিশের
কাছে সোর্পদ করা হয়েছে। সঙ্গে আছে গরুও।
টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এবিএমএস দোহা বলেন, অবৈধভাবে সমুদ্র জলসীমানা
অতিক্রম করার অপরাধে মিয়ানমারের সাতটি নৌযানসহ ৪৮ জন মাঝিমাল্লাকে টেকনাফ থানায় রাখা হয়েছে।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সূত্র: সময় টিভি।