একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আগামী ২৪শে ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত ১০ দিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মাঠে থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. হেলালুদ্দীন আহমদ। শুক্রবার (১৪ ডিসেম্বর) বিকেলে কমিশন সচিবালয়ে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। মো. হেলালুদ্দীন আহমদ বলেন, ‘সিভিল প্রশাসনকে সহযোগিতা করার জন্য আগামী ২৪ ডিসেম্বর থেকে জানুয়ারির ২ তারিখ পর্যন্ত সেনাবাহিনী মোতায়েন থাকবে।’ তিনি আরো বলেন, ‘সেনাবাহিনী রিটার্নিং অফিসারের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন। আলাদা করে কোনো বাহিনীকে দায়িত্ব দেয়ার কোনো সুযোগ নেই।’