বিনোদন ডেস্কঃ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুসংক্রান্ত মাদক মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে সুশান্তের প্রেমিকা এবং অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে। গতকাল বুধবার (২২ জুন) এনসিবি মুম্বাইয়ের আদালতে এ মামলার ড্রাফট চার্জ পেশ করেছে।
জানা যায়, চার্জশিটে রিয়া ও তার ভাই শৌভিক চক্রবর্তীসহ মোট ৩৩ জন অভিযুক্তের নাম রয়েছে। আইনজীবী অতুল সরপান্ডে বলেন, চার্জশিটে অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রায় সব কটি বহাল থাকছে। ইতোমধ্যে মামলার বেশ কয়েকজন অভিযুক্ত আদালতে অভিযোগ খারিজের আবেদন জানিয়েছেন। আদালতে চার্জ খারিজের আবেদন দাখিল করেছেন শৌভিক ও রিয়া। যার কারণে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠনের কথা থাকলেও তা সম্ভব হয়নি।
বিচারক ভিজি রঘুবংশী জানান, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চার্জশিট গঠন করা যাবে না। আগামী ১২ জুলাই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। গতকাল বুধবার আদালতে হাজির হয়েছিলেন শৌভিক-রিয়াসহ মামলার অন্য অভিযুক্তরা।
উল্লেখ্য, ২০২০ সালের ১৪ জুন বান্দ্রায় নিজ ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত মরদেহ। প্রেমিকা রিয়া চক্রবর্তী ও তার পরিবারের নামে পুলিশে অভিযোগ করে সুশান্তের পরিবার। এরপরই সুশান্তের মৃত্যুরহস্য উদ্ঘাটনে তদন্ত চালায় সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) এবং এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)। তবে মাদকসংক্রান্ত সম্পৃক্ততা থাকায় বিষয়টি তদন্তের দায়ভার নেয় এনসিবি।
আত্মহত্যার রহস্যের সঙ্গে মাদক-কাণ্ড প্রকাশ্যে উঠে এসেছিল বলে রিয়াকে এই মামলার অন্যতম মূল অভিযুক্ত হিসেবে ২০২০ সালের সেপ্টেম্বরে গ্রেপ্তার করা হয়। প্রায় এক মাসের মতো জেল খেটেছিলেন তিনি। এখন এই মামলার তদন্ত সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী সিবিআই করছে। কিন্তু এখনো এই তদন্তকারী সংস্থা কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি।