ডিবিএন ডেস্কঃ সুরের জগতের নক্ষত্র সুরকার বাপ্পি লাহিড়ী মঙ্গলবার মধ্যরাতে মুম্বাইয়ের জুহুর ক্রিটি কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। সংবাদ সংস্থা পিটিআই তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে৷
গত বছর এপ্রিলে করোনা আক্রান্ত হয়ে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিছুদিন পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। সুস্থ হলেও সম্পূর্ণ শয্যাশায়ী হয়ে পড়েছিলেন তিনি। ১৯৭০-৮০র দশকে গোটা বলিউড মেতে উঠেছিল তাঁর গানেই। ডিস্কো ডান্সার থেকে শুরু করে শরাবি, চলতে চলতের মতো বিভিন্ন জনপ্রিয় গান গেয়েছিলেন তিনি। ২০২০ সালে বাগি ৩ সিনেমায় তিনি শেষ গান করেছিলেন।
Singer-composer Bappi Lahiri dies in Mumbai hospital, says doctor
— Press Trust of India (@PTI_News) February 16, 2022
বাপ্পি লাহিড়ির আসল নাম অলোকেশ লাহিড়ি। ১৯৫২ সালের ২৭ নভেম্বর পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর মা-বাবা বাঁসুরি লাহিড়ি ও অপরেশ লাহিড়িও সঙ্গীত জগতের সঙ্গে জড়িত ছিলেন। বিখ্যাত গায়ক কিশোর কুমারও তাঁর আত্মীয় ছিলেন। তাই ছোট থেকেই শাস্ত্রীয় সঙ্গীত ও শ্যামা সঙ্গীতের পরিবেশে বড় হয়েছিলেন। মাত্র ৩ বছর বয়স থেকেই তবলা বাজানো শেখা শুরু করেছিলেন বাপ্পি লাহিড়ি। মাত্র ১৯ বছর বয়সে তিনি মুম্বই পাড়ি দিয়েছিলেন, ১৯৭৩ সালে তিনি প্রথম সঙ্গীত নির্দেশনা করেন। এরপরে আর ফিরে তাকাতে হয়নি তাঁকে।
৩৩টি ছবির জন্য ১৮০টি গান রেকর্ড করে ১৯৮৬ সালে গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম তুলে নিয়েছিলেন বাপ্পি লাহিড়ি। একমাত্র ভারতীয় মিউজিক ডিরেক্টর হিসাবে ১৯৮৯ সালে জোনাথন রসের লাইভ পারফরম্যান্সে আমন্ত্রিত হয়েছিলেন৷ তাঁর আইকনিক গান জিমি জিমি আজা আজা… হলিউড ছবি ‘ You Don’t Mess With The Zohan’s’-এ ব্যবহার করা হয়েছিল।
বাপ্পি লাহিড়ি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁর সোনা অলঙ্কার পরার কাহিনী৷ তিনি বলেছিলেন, প্রথম সোনার চেন উপহার দিয়েছিলেন মা, এর পর স্ত্রী তাঁকে গণেশের লকেট দেওয়া এক চেন উপহার দেন। তিনি মনে করেন, সোনা তাঁর জন্য বেশ লাকি। আর সে কারণেই সোনা পরে থাকার সিদ্ধান্ত তাঁর।
এদিকে, বাপ্পি লাহিড়ির অকাল প্রয়াণে শোকের মাতম বইছে গোটা ভারত জুড়ে। বাপ্পির সঙ্গে ছবি দিয়ে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি টুইট করে লেখেন, বাপ্পি লাহিড়ির সমস্তটা জুড়ে ছিল সংগীত, নানা ধরনের আবেগকে তিনি অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন। প্রজন্মের পর প্রজন্ম তার কাজ মনে রাখবে। প্রাণবন্ত স্বভাবের জন্য তার অভাব বোধ করবে। তার মৃত্যুতে শোকাহত। পরিবার ও অনুরাগীদের প্রতি সমবেদনা। ও শান্তি।
পাশাপাশি বাপ্পি লাহিড়ির মৃত্যুতে শোক জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা ও। তিনি টুইট করে লেখেন, কিংবদন্তি সংগীতশিল্পী-সুরকার বাপ্পি লাহিড়ির মৃত্যুতে শোকাহত। তার প্রয়াণ ভারতীয় সংগীত জগতের অপূরণীয় ক্ষতি। বহুমুখী প্রতিভা ও প্রাণবন্ত স্বভাবের জন্য বাপ্পিদা চিরস্মরণীয় হয়ে থাকবেন। পরিবার ও অনুরাগীদের প্রতি সমবেদনা। ও শান্তি।
অন্যদিকে, বাংলাদেশেও তুমুল জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী ও সুরকারের মৃত্যুতে আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালেগভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
এক শোক বার্তায় প্রধানমন্ত্রী তাঁর আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এক শোক বার্তায় বলেন, বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে উপমহাদেশের সংগীত জগতে এক শূন্যতা সৃষ্টি হল, যা কখনোই পূরণ হবার নয়।