গত ১২ ঘণ্টায় অব্যাহত বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সুরমা নদীর পানি ১৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এছাড়া কুশিয়ারা, ধোপাজানসহ সকল নদীর পানি বৃদ্ধি পেয়েছে। সুরমা নদীর নবীনগর পয়েন্ট দিয়ে বিপদসীমার মাত্র ২৮ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
আজ বৃহস্পতিবার (২২ জুন) পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রকৌশলী মামুন হাওলাদার জানান, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা সুনামগঞ্জ সিলেট অঞ্চলে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় সুরমা নদীর পানি বৃদ্ধিপে য়ে বিপদসীমা অতিক্রম করে নিম্নাঞ্চলে স্বল্প মেয়াদি বন্যা সৃষ্টি হতে পারে। বৃষ্টিপাত কমে গেলে দ্রুতই পানি নেমে যেতে পারে।
জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, বন্যা মোকাবেলায় সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নগদ ২৫ লাখ টাকা, ৬০০ টন জিয়ার চাল, ১০ হাজার প্যাকেট শুকনো খাবার মজুদ রাখাসহ আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখতে সংশ্লিষ্টদের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি