সুদানে সেনা ও আধা সামরিক বাহিনীর মধ্যে দুই দিনের পাল্টাপাল্টি বিমান হামলায় অন্তত ১২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো অনেকে। গত সোমবার ও মঙ্গলবার ( ৯ ও ১০ ডিসেম্বর) এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। খবর-রয়টার্স।
দেশটির গণতন্ত্রপন্থী ইমারজেন্সি লইয়ারস রাইটস গ্রুপ জানায়, স্থানীয় সময় মঙ্গলবার (১০ ডিসেম্বর) সুদানের খার্তুম প্রদেশে সেনাবাহিনী নিয়ন্ত্রিত ওমদুরমান সেক্টরে আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্স হামলা চালায়।
এর আগে, সোমবার দেশটির শহরের সাপ্তাহিক বাজারের বিমান হামলা চালানো হয়। ওই সময়ে স্থানীয় বাসিন্দারা আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে কেনাকাটা করতে বাজারে এসেছিল। এতে শতাধিক নিহত এবং নারী ও শিশুসহ কয়েকশ লোক আহত হয়েছে।
রয়টার্স কর্তৃক যাচাইকৃত এক ভিডিওতে দেখা গেছে, বাজারের চারপাশে রক্তাক্ত লাশ ছড়িয়ে আছে। চারিদিকে আগুন জ্বলতে দেখা গেছে এবং দোকান ও ফলের স্টলের ধ্বংসাবশেষ থেকে লোকজনকে নিয়ে যাওয়া হচ্ছে। ফুটেজে লোকজনকে কাঁদতে ও চিৎকার করতে শোনা যায়। যারা নিহত হয়েছে অন্যরা তাদের জন্য প্রার্থনা করছে। একজনকে বলতে শোনা যায় “মানুষ পাইকারি হারে মরছে”।
এদিকে গণতন্ত্রপন্থী আইনজীবী দল সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে ২০ মাস ধরে চলা সংঘর্ষকে মানবাধিকার লঙ্ঘন বলে জানায় দেশটির গণতন্ত্রপন্থি আইনজীবীদের নিয়ে কাজ করা সংগঠনটি।
আজ ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি | রাত ১:৪৬ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ এমআরবি