সুইডেনে পবিত্র আল-কুরআন অবমাননার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখা। শুক্রবার সকালে পৌর শহরের পশ্চিমবাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী।
এতে আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামীর আলী, পৌর আমীর হাফেজ তাজুল ইসলাম, সদর উপজেলা আমীর মো: ফখরুল ইসলাম, সেক্রেটারি দেওয়ান আশিক আল রশীদ চৌধুরী, ছাত্রশিবির শহর সভাপতি জিল্লুর রহমান, জেলা সভাপতি আব্দুস সামাদ, সাবেক শহর সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী বলেন, গত ২৮ জুন সুইডেনের কেন্দ্রীয় মসজিদের সামনে মহাগ্রন্থ আল-কুরআনকে প্রকাশ্যে পোড়ানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা লক্ষ্য করছি কয়েক মাস পর পর মহাগ্রন্থ আল-কুরআনকে নিয়ে ও আমাদের মহানবী হযরত মুহাম্মদ (সা:) সম্পর্কে কিছু কুচক্রীমহল অত্যন্ত পরিকল্পিতভাবে মুুসলমানকে উস্কানির জন্য কাজ করছে। আমরা বলতে চাই এটা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা পরিকল্পিতভাবে ঘটানো হচ্ছে। আমরা জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থা সমূহের কাছে দাবি জানাচ্ছি অনতিবিলম্বে এই সমস্ত কুলাঙ্গারদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসার জন্য সর্ব মহলের নিকট আহ্বান।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি