চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্তে পদ্মা নদীর ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৩টি ভারতীয় গরুসহ ৫ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
আটককৃত ভারতীয়রা হলেন- ভারতের মুর্শিদাবাদ জেলার রফিকুল ইসলামের ছেলে সারফরাজ ইসলাম (১৮), আলেক শেখের ঝেলে আসলাম শেখ (১৮), রতন সিংহের ছেলে দ্বীপ সিংহ (২৩), বাইতুল মহালদারের ছেলে রনি মহালদার (১৯) ও মেনাউলের ছেলে ওলিল (১৮)।
আজ রোববার (১৮ আগস্ট) চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান জানান, সীমান্তে নিয়মিত টহলের সময় গতকাল শনিবার শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীতে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৩টি ভারতীয় নৌকার গতিবিধি সন্দেহজনক হওয়ার তাদের চ্যালেঞ্জ করে বিজিবি। এ সময় একটি নৌকা ভারতের অভ্যন্তরে দ্রুত পালাতে সক্ষম হলেও দুটি নৌকা আটক করা হয়। পরে নৌকা দুটি তল্লাশি করে তিনটি হাঁসুয়া ও তিনটি ভারতীয় গরু উদ্ধার করে বিজিবি। সেইসঙ্গে ৫ জন ভারতীয় চোরাকারবারিকে আটক করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ শিবগঞ্জ থানায় হস্তান্তর এবং প্রতিপক্ষ বিএসএফকে প্রতিবাদলিপি প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
আজ ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ১০:০৪ | সোমবার
ডিবিএন/এসই/ এমআরবি