ইতিমধ্যেই নেপালের নয়া মানচিত্র প্রকাশ নিয়ে যথেষ্ট অশান্ত ভারত-নেপাল সম্পর্ক। তার মধ্যে নয়া এই ইন্ধন। সীমান্তে নেপালি পুলিশের গুলিতে একজন ভারতীয় নিহত ও চারজন আহত হয়েছেন।
স্থানীয়রা জানিয়েছেন, ঘটনাস্থলেই মারা যান ২৫ বছর বয়সী বিকাশ কুমার রাই। ক্ষেতে কাজ করতে গিয়ে গুলির আঘাতে আহত হয়েছেন উদয় ঠাকুর ও উমেশ রাম নামের দুই ব্যক্তি। তাদের চিকিৎসার জন্য সিতামারথি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আর নেপাল পুলিশ লগন রাই নামক এক ব্যক্তিকে আটক করেছে।
Firing on India-Nepal border: Incident happened deep inside Nepalese territory, situation normal now, says SSB DG Kumar Rajesh Chandra
— Press Trust of India (@PTI_News) June 12, 2020
Not an acceptable act of Nepal Police.
Father of the deceased labour when got shot by Nepal's bullet.
Strict Action should be taken.#Nepal pic.twitter.com/T4ZE06f54H— CA Preetam Rakesh (@preetam_rakesh) June 12, 2020
নেপাল সঙ্গে ভারতের ১,৮৫০ কিলোমিটার মুক্ত সীমান্ত রয়েছে। কাজের জন্য এবং আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা সাক্ষাতের জন্য দুই পারের লোকজনই সীমান্ত পেরিয়ে নিয়মিত যাতায়াত করে। তবে করোনাভাইরাস মহামারির কারণে গত ২২ মার্চ আন্তর্জাতিক সীমান্ত বন্ধ করে দিয়েছিল নেপাল। তারপর গত ১৭ মে বেশ কিছু ভারতীয় সীমান্ত পার করার চেষ্টা করলে নেপাল পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছুড়েছিল। এবার কিন্তু, গুলি আর ফাঁকায় চলল না।
সম্প্রতি নেপালের নতুন মানচিত্র প্রকাশ করা হয়েছে। যেখানে কিছু বিতর্কিত ভূখণ্ডকে তাদের সীমানার মধ্য়ে দেখিয়েছে নেপাল সরকার। এই নিয়ে ভারতের সঙ্গে তাদের বিরোধ তৈরি হয়েছে। সেই সীমান্ত বিরোধের কোনও প্রভাব এই গুলি চালনার পিছনে আছে কিনা তা এখনও স্পষ্ট নয়। সুত্র-এশিয়া নেট নিউজ।