বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামছে ফরচুন বরিশাল। প্লে-অফ খেলতে হলে গ্রুপ পর্বের বাকি তিন ম্যাচের মধ্যে দুটিতে জিতেই হবে বরিশাল।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল।
প্লে অফে ওঠার লড়াইয়ে বেশ শক্ত অবস্থানে আছে ররিশাল। ৯ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তিন আছে বরিশাল। এই ম্যাচ জিতলে প্লে অফে ওঠার লড়াইয়ে আরও এক ধাপ এগিয়ে যাবে তামিম ইকবালের দল।
অন্যদিকে সিলেট স্ট্রাইকার্সের সুযোগ থাকলেও অনেক যদি কিন্তুর ওপর তাদের ভাগ্য নির্ভর করছে। ৯ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে সিলেট।
এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছেন বরিশাল। শোয়েব মালিককে পাচ্ছে না বরিশাল। নিজ দেশে ফিরে গেছেন তিনি। তার জায়গায় একাদশে ফিরেছেন ক্যারিবীয় অলরাউন্ডার কাইল মেয়ার্স।
এ ছাড়াও সিলেটের একাদশে দুটি পরিবর্তন এসেছে । সামিত প্যাটেলের জায়গায় একাদশে সুযোগ পেয়েছে অ্যাঞ্জেলো প্যারেরা এবং রেজাউর রাজাকে বাদ দিয়ে একাদশে নিয়েছে শাফিকুল ইসলামকে।
ফরচুন বরিশাল একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, আহমেদ শেহজাদ, কাইল মায়ার্স, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, ওবেদ ম্যাককয়, কেশব মহারাজ ও মোহাম্মদ সাইফউদ্দিন।
সিলেট স্ট্রাইকার্স একাদশ: নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), জাকির হাসান (উইকেটকিপার), তানজিম হাসান সাকিব, আরিফুল হক, রায়ান বার্ল, হ্যারি টেক্টর, অ্যাঞ্জেলো প্যারেরা, সানজামুল ইসলাম, শাফিকুল ইসলাম ও বেনি হা্ওয়েল।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম