সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে ২ বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। রোববার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে কোম্পানীগঞ্জের ভারত সীমান্ত পিলার নম্বর-১২৫৩ এর কাছে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের কালাইরাগ গ্রামের মৃত ফজর আলীর ছেলে আলী হোসেন (৩২) ও মৃত সুন্দর আলীর ছেলে কাওসার আহমদ (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, আলী হোসেন, কাউছার ও নবী হোসেন সীমান্তের ওপার থেকে প্রায়ই বিভিন্ন মালামাল নিয়ে আসেন। অন্যান্য দিনের মতো রোববার সকালেও তারা ভারতে প্রবেশ করেন। বিকেলে খবর পাওয়া যায় ভারতীয় খাসিয়ার গুলিতে আলী হোসেন ও কাউছার আহমদ নিহত হয়েছেন। এর কিছুক্ষণ পর গুরুতর আহত হয়ে ফিরে আসেন নবী হোসেন। পরে পরিবারের সদস্যরা নবী হোসেনকে চিকিৎসকের কাছে নিয়ে যান। তবে এখনো লাশ হস্তান্তরের কোনো খবর পাওয়া যায়নি।
কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর আহমদ জানান, বিজিবি ক্যাম্প থেকে দুজন নিহতের বিষয়টি জানানো হয়েছে। মরদেহ এখনো ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে বিজিবি।
আজ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:০১ | শনিবার
ডিবিএন/এসই/ এমআরবি