আজ মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুর ১টা ১৩ মিনিটে সিলেট মহানগরীর আশপাশে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, সিলেটে ৪ দশমিক ৬ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। উৎপত্তিস্থল জৈন্তাপুর।
জানা গেছে, ভূকম্পন অনুভূত হওয়ায় সিলেট নগরীর বিভিন্ন এলাকার উঁচু ভবনে বসবাসরত অনেক মানুষ নিচে নেমে আসেন। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে গণমাধ্যমকে বলা হয়, খুবই মৃদু আকারের একটি ভূমিকম্পনের তথ্য পাওয়া গেছে। বিস্তারিত জানতে আর একটু সময় লাগবে।
ডিবিএন/এসই/ এমআরবি