আমিন আহমেদ, সিলেট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে ১০ হাজার টাকার জাল নোটসহ জালিয়াত চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২ মার্চ) দিবাগত দুপুরে উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামন থেকে তাদের গ্রেপ্তার করেছে র্যাব-৯ এর একটি দল।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে উপজেলার মহেশপুর গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে আফতাব উদ্দিন (৫৫) ও নিজ চাওড়া দক্ষিণ গ্রামের মৃত আব্দুল হকের ছেলে আব্দুল জলিল (৩৬)।
মঙ্গলবার র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর শওকাতুল মোনায়েম, সহকারী পুলিশ সুপার (এএসপি) ওবাইন এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) আফসান-আল-আলমের নেতৃত্বে সিলেট জেলার কানাইঘাট থানার কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে থেকে জাল ১০ হাজার টাকা, মানি রিসিপ্ট ১০ বান্ডেল জব্দসহ জালিয়াত চক্রের সক্রিয় সদস্য আফতাব উদ্দিন ও আব্দুল জলিলকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে কানাইঘাট থানায় মামলা দায়ের করেছে।