আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ায় মার্কিন ড্রোন হামলায় আল-কায়েদার সিনিয়র এক নেতা নিহত হয়েছেন। শুক্রবার পেন্টাগন এ কথা জানায়। ইসলামিক স্টেট গ্রুপের বিরুদ্ধে যুদ্ধরত মার্কিন নেতৃত্বাধীন জোটের ব্যবহৃত সিরিয়ার দক্ষিণাঞ্চলে একটি সামরিক ঘাঁটি হামলার শিকার হওয়ার দুই দিন পর এ ড্রোন হামলা চালানো হলো।
এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড মুখপাত্র সেনাবাহিনীর মেজর জন রিগসবি বলেন, ‘আজ সিরিয়ার উত্তর-পশ্চিমে মার্কিন বিমান হামলায় আল-কায়েদার সিনিয়র নেতা আব্দুল হামিদ আল-মতার নিহত হয়েছেন।’
তিনি জানান, সেখানে এ হামলায় আর কেউ হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি। তিনি আরো জানান, এমকিউ-৯ বিমান ব্যবহার করে এ হামলা চালানো হয়।
তিনি বলেন, ‘আল-কায়েদার এ সিনিয়র নেতা নিহত হওয়ায় বৈশ্বিক হামলার ষড়যন্ত্রের ক্ষেত্রে এ সন্ত্রাসী সংগঠনের সক্ষমতা ব্যহত হবে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরের শেষের দিকে সিরিয়ার উত্তরপশ্চিমে ইদলিবের কাছে এক বিমান হামলায় আল-কায়েদার আরেক সিনিয়র নেতা সালিম আবু-আহমেদ নিহত হন বলে পেন্টাগন জানায়। খবরঃ এএফপি।