আন্তর্জাতিক ডেস্কঃ আবারো সিরিয়ার রাজধানী দামেস্কের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। এ ঘটনায় অন্তত ২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা।
সিরিয়ার একটি সামরিক সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সকাল পাঁচটার দিকে ইহুদিবাদী শত্রুরা লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ দিক থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। রাজধানী দামেস্কের উপকণ্ঠের কয়েকটি লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়।
সামরিক সূত্রটি আরো জানিয়েছে, সিরিয়ায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ইসরাইলের হামলা প্রতিহত করা হয় এবং বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। তবে ইসরাইলি হামলায় দুইজন বেসামরিক নাগরিক নিহত এবং কিছু সম্পদের ক্ষয়ক্ষতি হয়।
উল্লেখ্য, এর আগে গত ২৪ ফেব্রুয়ারি ইহুদিবাদী ইসরাইল দামেস্কের কাছাকাছি অবস্থিত কয়েকটি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ওই হামলায় সিরিয়ায় তিন সেনা নিহত হয়েছিলেন। এ নিয়ে তিন সপ্তাহের মধ্যে ইহুদিবাদী ইসরাইল পাঁচদফা হামলা চালালো। পার্সুটডে।