সিরিয়ার মধ্যাঞ্চলে কয়েকটি সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ১৪ জন নিহত এবং আরও ৪৩ জন আহত হয়েছে বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা। নিহতদের মধ্যে তিনজন বেসামরিক নাগরিক।
স্থানীয় হাসপাতালের একন পরিচালককে উদ্ধৃত করে রবিবার রাতে হামা প্রদেশের মাসিয়াফের আশেপাশে ইসরায়েলি বিমান হামলা হয়েছে বলে জানায় সানা। খবর বিবিসি।
যদিও যুক্তরাজ্য-ভিত্তিক মনিটরিং গ্রুপ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছিল যে, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সামরিক ও বৈজ্ঞানিক অবকাঠামোগুলোতে হামলা হয়েছে। এ হামলায় কমপক্ষে চারজন সেনা এবং তিনজন বেসামরিক নাগরিক নিহত কথা জানিয়েছিল গ্রুপটি।
বার্তা সংস্থা সানা সিরিয়ার একটি সামরিক সূত্রকে উদ্ধৃত করে জানায়, স্থানীয় সময় রবিবার রাত সাড়ে ৮টার দিকে লেবাননের উত্তর–পশ্চিম দিক থেকে ইসরায়েলি সেনারা বিমান হামলা শুরু করে। তখন তাঁরা সিরিয়ার কেন্দ্রীয় অঞ্চলের বেশ কয়েকটি সামরিক স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তবে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিছু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বলেও জানায় সামরিক সূত্রটি।
সানা আরও জানিয়েছে যে হামলার ফলে একটি স্থানীয় হাইওয়েরও ক্ষতি হয়েছে এবং হেয়ার আব্বাস এলাকায় আগুন লেগে যায়।
তবে হামলার ব্যাপারে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বিবিসিকে জানায়, তারা বিদেশি গণমাধ্যমের প্রতিবেদনের ব্যাপারে কোনো মন্তব্য করে না।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম