দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খুইয়েছিল বাংলাদেশ। তবে ইংলিশদের সঙ্গে হারলেও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শুরু থেকেই নিজেদের এগিয়ে নিয়েছে টাইগাররা। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে তামিম ইকবালের দল।
সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এ ম্যাচটি মাঠে গড়াবে দুপুর ২টায়। খেলাটি দেখা যাবে টি স্পোর্টস ও জি টিভিতে।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আইরিশদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১৮৩ রানের জয় পেয়েছিল লাল-সবুজের দল। যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ ব্যবধানের জয়। এবার আরও একটি জয় দিয়ে নিজেদের দখলে সিরিজ নেয়ার সুযোগ এসেছে। তবে সে যাত্রায় বাধা হতে পারে বেরসিক বৃষ্টি।
তবুও আশা নিয়ে মাঠে নামার অপেক্ষায় রয়েছে তামিম বাহিনী। এ দিকে বৃষ্টি থেমে গেলে স্বল্প সময়ে মাঠ খেলার উপযোগী হয়ে যাবে বলে জানিয়েছে ভেন্যু কর্তৃপক্ষ। তাতে সিরিজ জয়ের স্বপ্ন বাংলাদেশ দেখতেই পারে।
টাইগারদের স্পিন কোচ রঙ্গনা হেরাথ বলেছেন, আমি মনে করি দলের সব সদস্যদের দ্বারা এটি চমৎকার প্রচেষ্টা (জয়)। বিশেষ করে তাওহীদ ও সাকিব, তারপর মুশফিক এবং ইয়াসিরও। তাদের আক্রমণাত্মক মনোভাব ছিল চমৎকার। আমরা এই মুহূর্তে আমাদের ব্র্যান্ড অব ক্রিকেট প্রদর্শন করছি। আশা করি আগামীকালও আমরা একই কাজ করব।
এদিকে সিলেটে অনুশীলনের সময় চোখের নিচে আঘাত পেয়ে সিরিজের প্রথম ওয়ানডে থেকে ছিটকে যান মেহেদী হাসান মিরাজ। পুরোপুরি সুস্থ না হওয়ায় দ্বিতীয় ওয়ানডেতেও খেলবেন কি-না, সেটি এখনও স্পষ্ট নয়।
হেরাথ বলেছেন, সেরা কম্বিনেশন নিয়ে মাঠে নামব আমরা। মিরাজের অবস্থার উন্নতি হয়েছে। তবে এখনও তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, ইয়াসির আলী চৌধুরী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান।