স্পোর্টস ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজের কাছে চার দিনের হারের পর হতাশাকে সঙ্গী করে এবার সেন্ট লুসিয়াতে গিয়েছে সাকিব আল হাসানের দল। আগামী শুক্রবার থেকে সিরিজের দ্বিতীয় টেস্ট সেন্ট লুসিয়ার মাঠে গড়াবে। আর এই টেস্টে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে ভেন্যুতে গিয়েছেন সাকিব-তামিমরা।
সাদা পোশাকের লড়াই দিয়ে শুরু করা প্রথম টেস্টে ক্যারিবীয়দের কাছে স্রেফ উড়ে গেছে বাংলাদেশ। দুর্বল ব্যাটিং নিয়ে ওয়েস্ট ইন্ডিজের কাছে চার দিনেই হেরেছে দল্টি। দুই ম্যাচের সিরিজে পিছিয়ে পড়েছে ১-০ ব্যবধানে। দুটি ম্যাচই ছিলো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে।
আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে ক্যারিবীয়দের বিপক্ষে মূল লড়াইয়ের আগে অনুশীলন করবেন বাংলাদেশের ক্রিকেটাররা।
এ দিকে টেস্ট স্কোয়াডে নতুন করে যুক্ত হয়েছেন তরুণ পেসার শরিফুল ইসলাম। দলের সঙ্গে যোগ দিতে গত সোমবার রাতে বাংলাদেশ থেকে উড়াল দিয়েছেন তিনিও। শরিফুল ছাড়াও এই টেস্ট দলের স্কোয়াডে যোগ করা হয়েছে এনামুল হক বিজয়কে।
উল্লেখ্য, টেস্ট সিরিজের পরেই অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। আগামী ২ ও ৩ জুলাই প্রথম দুই টি-টোয়েন্টি হবে ডোমিনিকায় এবং ৭ জুলাই গানায়ায় অনুষ্ঠিত হবে শেষ টি-টোয়েন্টি।